জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রাখায় জামায়াত যে হরতাল ডেকেছে তাকে কাগুজে হরতাল বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
দোকান-পাট খোলা রাখার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, নির্বিঘ্নে দোকান-পাট খোলা রাখুন। নাশকতার আশঙ্কা নেই। কেউ যদি নাশকতার চেষ্টা করে, বোমাবাজি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জামায়াতের ডাকা যে হরতাল হবে তা কাগুজে-কলেমের হরতাল। আজ দুপুরে রাজধানীর মিরপুরে পল্লবীতে পরিবহন লিমিটেড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।