25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeজাতীয়হাজারীবাগে এনজিওকর্মীকে গুলিকরে ৫ লাখ টাকা ছিনতাই

হাজারীবাগে এনজিওকর্মীকে গুলিকরে ৫ লাখ টাকা ছিনতাই

saj-39রাজধানীর হাজারীবাগ এলাকায় সাইফুল ইসলাম মুরাদ (৩০) নামের এক এনজিওকর্মীকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
হাজারীবাগ গ্লাস ফ্যাক্টরি মোড়ে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত এনজিওকর্মী মুরাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুরাদ কামরাঙ্গীরচরের এমএসএফ নামের একটি এনজিওর প্রশাসনিক কর্মকর্তা। তিনি সহকর্মী শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে ধানমণ্ডির ব্রাঞ্চ থেকে ৫ লাখ টাকা তোলেন। এরপর টাকা নিয়ে অফিসের গাড়িতে করে কামরাঙ্গীরচরের অফিসে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, ধানমণ্ডির ব্রাঞ্চ থেকে টাকা তুলে অফিসের প্রাইভেট কারে কামরাঙ্গীরচরে ফেরার সময় হাজারীবাগ গ্লাস ফ্যাক্টরি মোড়ে দুটি মোটরসাইকেলে চারজন তাদের গতিরোধ করে। এরপর মুরাদের ডান পায়ের উরুতে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় মুরাদকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহতকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তবে কত টাকা ছিনতাই হয়েছে তা জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments