36 C
Bangladesh
Tuesday, June 6, 2023
Homeবিনোদনহাজার কোটির ক্লাবে 'পাঠান'

হাজার কোটির ক্লাবে ‘পাঠান’

একের পর এক নজির গড়তে গড়তে শাহরুখের পাঠান পেরিয়ে গেল ১০০০ কোটির অঙ্ক। প্রথম দিনের প্রথম শো থেকে সেই একই উন্মাদনা। চার বছর পর শাহরুখ খানের প্রত্যাবর্তন আর দীপিকা পাড়ুকোনের আবেদন সবই ছিলো উন্মাদনায় ভরপুর।

নিজগুণেই দর্শকের মন জিতে নিয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি। বক্স অফিসে ১০০০ কোটি ছোঁয়া ভারতীয় ছবি হিসাবে ‘পাঠান’ এখন বিশ্বে ৫ নম্বরে।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আনন্দবাজার জানিয়েছে, ২৭তম দিনে এই ছবির বিশ্বব্যাপী আয় ১০০০ কোটি টাকা। অন্য দিকে, ছবির হিন্দি ভার্সন ইতিমধ্যেই ৫১৯ কোটির অঙ্ক ছুঁয়েছে। ১০০০ কোটির দৌড়ে কোন কোন ছবি ‘পাঠান’-এর আগে আছে?

এ তালিকায় রয়েছে পাঁচটি ছবি। শুরুতেই আছে ‘দঙ্গল’, যার সংগ্রহে ছিল ১৯১৪ কোটি। তার পর ‘বাহুবলী ২’, যার ঝুলিতে ১৭৪৭ কোটি। এর পর ‘কেজিএফ ২’, বক্স অফিসে যে ছবির আয় ছিল ১১৮৮ কোটি। তালিকায় চতুর্থ এবং ‘পাঠান’-এর ঠিক আগেই ‘বাজরাঙ্গি ভাইজান’। এ ছবির সংগ্রহে এসেছিল ১১৭৪ কোটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img