ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে হ্যাট্টিক জয়ের স্বাদ পেলো সাকিবের জ্যামাইকা তালাওয়াশ। আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে লীগ পর্বে নিজেদের সপ্তম ম্যাচে জ্যামাইকা ১৯ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাউডার্সকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জ্যামাইকা। ৭ খেলা শেষে ১১ পয়েন্ট সংগ্রহ রয়েছে তাদের।
নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে জ্যামাইকা। এ ম্যাচেও ভালো করতে পারেননি অধিনায়ক ক্রিস গেইল। ৯ বল খেলে শূন্য রানে ফিরেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসানও। ১৩ বলে ১০ রান করেছেন তিনি। তবে রোভম্যান পাওয়েলের ৩৪ বলে ৪৪ ও রাসেলের ২৪ বলে ৪৪ রানের কল্যাণে ৭ উইকেটে ১৫৮ রানের লড়াকু স্কোর পায় জ্যামাইকা। নাইট রাইডার্সের কেভন কুপার ২২ রানে ৩ উইকেট নেন।
জবাবে জ্যামাইকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ৯ উইকেটে ১৩৯ রান করতে সমর্থ হয় নাইট রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। এছাড়া দীনেশ রামদিন ৩১ ও অধিনায়ক ডোয়াইন ব্রাভো ১৩ রান করেন। জ্যামাইকার পক্ষে রাসেল ৪ উইকেট নেন। সাকিব পান ১ উইকেট। ম্যাচের সেরা হয়েছেন রাসেল।