১লা ফেব্রুয়ারি সোমবার সকাল ১০.০০ টা থেকে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হবে। এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী। গতবারের তুলনায় এ বছর ১ লাখ ৭২ হাজার ২৫৭ জন শিক্ষার্থী বেড়েছে। এর সাথে শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৩১১টি ও কেন্দ্র বেড়েছে ২৭টি।
সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় কিছু পরিবর্তন থাকছে। আগে শিক্ষার্থীদের শুধু সৃজনশীল বা রচনামূলক অংশের উত্তর পরীক্ষার শুরুতে দিতে হতো। তবে এবার থেকে শুরুতে দিতে হবে এমসিকিউ অংশের উত্তর। এই দুই অংশের পরীক্ষার মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।
সাংবাদিকদের জানান, এ বছর বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা নামে একটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এ বিষয়েও সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। মূল পরীক্ষা ১লা ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে শেষ হবে ৮ই মার্চ। ব্যবহারিক পরীক্ষা ৯ই মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ই মাচ। পরীক্ষার সময়সূচি অপরিবর্তীত রয়েছে বলেও তিনি জানান।