ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিরতিহীন নতুন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস আজ সকাল ৭টায় রাজধানীর কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান জানান, প্রথম দিনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন শ্রেণীতে ১০৯ জন যাত্রী চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি আজ বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
তিনি জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন প্রতিদিন সকাল ৭টায় ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে যাবে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ট্রেনটি পুনরায় বিকেল ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে। ট্রেনটি যাতায়াতের সময় শুধুমাত্র ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে।
ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত বগিসহ মোট ১৬টি রয়েছে।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম রেলপথে সুবর্ণ এক্সপ্রেস নামে আরেকটি বিরতিহীন ট্রেন চলাচল করে।