31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeজাতীয়১১ই জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচি শিক্ষকদের

১১ই জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচি শিক্ষকদের

47315-bikআন্দোলনরত ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ১০ই জানুয়ারির মধ্যে তাদের দাবি মেনে নেয়া না হলে তারা ১১ই জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচি পালন করবেন। সরকারকে আলটিমেটাম দিয়েছেন বলেন এই সময় পরীক্ষা এমনকি সান্ধ্যকালীন কোর্সও বন্ধ থাকবে।

৮ম বেতন কাঠামোতে বৈষম্যের প্রতিবাদ জানাতে ৮ মাস ধরে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশনের এক বৈঠক শেষে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত যাতে না ঘটে, সে জন্য তারা নরম ও অহিংস কর্মসূচি পালন করে আসছিলেন। কিন্তু সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তার ভাষায়, আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। আর পেছনে ফেরার সময় নেই। ফরিদ আহমেদ বলেন, ৮ম বেতন স্কেলে শিক্ষকদের মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে। সচিবদেরকে জাতীয় বীরের মর্যাদা দেয়া হয়েছে। উল্লেখ্য যে, ৩৭টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫ লাখ ছাত্র-ছাত্রী দিবা-রাত্রি কোর্সে অধ্যয়ন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments