দেশব্যাপী সন্ত্রাস, গুপ্তহত্যা ও জঙ্গীবাদের বিরুদ্ধে ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশ আগামীকাল সোমবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সমাবেশে সভাপতিত্ব করবেন। নেতৃবৃন্দ জানিয়েছেন ,আগামীকাল ১১ জুলাই পতাকা হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষাধিক মানুষের সন্ত্রাস বিরোধী সমাবেশ করে বিশ্বকে ব্যাপকভাবে জানান দিতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে ১৪ দল।
এ উপলক্ষে আজ মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিন এর এক যৌথ সমাবেশ আজ বঙ্গবন্ধ’ এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
মোহাম্মদ নাসিম আগামীকালের সমাবেশ সফল করতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানান ।
আগামীকালের সামবেশে কেন্দ্রীয় ১৪ দলের নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।