31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeখেলা১২ বলে গেইলের হাফ সেঞ্চুরি

১২ বলে গেইলের হাফ সেঞ্চুরি

2016-01-17_6_767216খেলা চলাকালীন লাইভ টিভি শোয়ে অ্যাঙ্করকে প্রেম প্রস্তাব দেওয়া কাণ্ডে সমালোচনায় বিদ্ধ গেইল সব জবাব দিচ্ছেন ব্যাটেই। গতকাল গেইলের হাফ সেঞ্চুরি ১২ বলে ২, ০, ৬,৬,৬,৬, ২,৬,৬,৪,১,৬ যুবরাজের সেদিনের হাফ সেঞ্চুরি ১২ বলে- ০,৪,১,৪,৪,১,৬,৬,৬,৬,৬,৬ । বিগ ব্যাশ লিগে গেইল একেবারে ঝড় তুললেন। মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করে 2010ছুঁলেন যুবরাজের বিশ্বরেকর্ড। ২০০৭ টি২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে যুবি ১২ বলে হাফ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়ে ছিলেন। সোমবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে মেলবোর্ন রেনেগাদসের হয়ে গেইলও ১২ বলে হাফ সেঞ্চুরি করলেন। ১৭১ রান তাড়া করতে নেমে গেই ওপেন করতে নেমেছিলেন। প্রথম বলেই গেইলের দলের অন্য ওপেনার কুপার শূন্য রানে আউট হন। তারপরই ঝড় শুরু করেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। আজ গেইল প্রথম দুটি বলে কিছুটা শান্ত থাকার পর তার পরের চারটে বল ওভার বাউন্ডারি হাঁকান। শেষ অবধি এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ১৭ বলে ৫৬ রান করে আউট হন। তার এই ইনিংসে ছিল সাতটি ছয় ও দুটি চার।   নিউ সাউথ ওয়েলেশের পেসার গ্রেগ ওয়েস্টের সেই ওভারে গেইল নেন ২৭ রান। যুবরাজ সেদিনের ১২ বলে ৫০ রানের ইনিংসে একটা ওভারে ৬টা ওভার বাউন্ডারি হাঁকিয়ে ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments