পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি। ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা। রানেই ফিরে যান দুই ওপেনার শান্ত ও সৌম্য সরকার। এই ম্যাচে সিরিজে নিজেদের সর্বোচ্চ রান করেছে লিটন-সাকিবরা। লিটন ৬৯ ও সাকিব ৬৮ রান করে আউট হন।
আজ (বৃহস্পতিবার) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪ বলে ৪ রানে আউট হন ওপেনার সৌম্য সরকার। আগের ম্যাচের মতো এবারও ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ৪১ রানে সাজঘরে ফেরার পথে শান্তর ব্যক্তিগত সংগ্রহ ১২ রান। এরপর শুরু হয় সাকিব-লিটনের তাণ্ডব। দুই ব্যাটার মিলে স্কোরবোর্ডে ৮৮ রান তোলেন। ৪২ বল খেলে ৬ চার ও ২ ছক্কায় ৬৯ রান করেন লিটন। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৩ রানে করেছে তারা।