প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘ফোর্বস’ সাময়িকীর জরিপে ২০১৬ সালে বিশ্বের অন্যতম শীর্ষ ক্ষমতাধর নারী হিসেবে স্বীকৃতি পাওয়ায় মন্ত্রিসভার সদস্যরা সোমবার তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
সাময়িকীটির জুন সংখ্যায় এ বছর বিশ্বের অন্যতম ক্ষমতাধর নারী হিসেবে প্রধানমন্ত্রীকে ৩৬তম স্থানে রেখে একটি জরিপের ফল প্রকাশিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব মো.শফিউল আলম জানান, বৈঠকের শুরুতেই এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়।