চীনে খুনের অভিযোগে ২০ বছর জেল খাটার পর মুক্তি পাওয়া এক ব্যক্তি ক্ষতিপূরণ হিসেবে ৪ লাখ ডলারের বেশি অর্থ পাচ্ছে। বাংলাদেশী টাকায় যা তিন কোটি টাকার উর্ধে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শুক্রবার আদালতের বরাত দিয়ে একথা জানায়।
বর্তমানে পঞ্চাশোর্ধ্ব চেন মান নামের এই ব্যক্তিকে ১৯৯৪ সালের নভেম্বরে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে হত্যা অভিযোগে মুলতবি মৃত্যু দণ্ডাদেশ দেয়া হয়। এ দ-াদেশ চীনে সাধারণত যাবজ্জীবন কারাদ-ে হ্রাস করা হয়ে থাকে।
বেশ কয়েকবার সর্বোচ্চ আদালতে আপীলের পর সাক্ষ্যপ্রমাণের অভাবে গত ফেব্রুয়ারিতে শেষ পর্যন্ত তাকে বেকসুর খালাস ও মুক্তি দেয়া হয়।
হাইনানের প্রাদেশিক আদালত শুক্রবার ব্যক্তিগত স্বাধীনতা খর্ব ও মানসিক ভোগান্তির ক্ষতিপূরণ হিসেবে তাকে প্রায় ২৭ কোটি ৫০ লাখ ইউয়ান (৪ লাখ ২২ হাজার মার্কিন ডলার) দিতে রাজি হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন এ খবর জানায়।
চেন প্রাথমিকভাবে ৯৬ কোটি ৬০ লাখ ইউয়ান ক্ষতিপূরণ এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে আদালতের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থণা দাবি করেছেন।
চেন শুক্রবার লিগ্যাল ইভিনিং নিউজকে বলেন, ‘আমাকে এটা মানতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের কষ্ট থেকে গেল। কিন্তু রাষ্ট্রীয় ক্ষতিপূরণ আইন অনুযায়ী আমরা এটা মেনে নিচ্ছি।’