২২ মে রোববার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি৷ ফলে আজ ৮ মে রোববার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে৷ একই সঙ্গে ৯ মে থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে৷ সেই হিসাবে ২২ মে দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
শবে বরাত বা শব-ই-বরাত নামে পালিত একটি পূণ্যময় রাত। বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানগণ বিভিন্ন কারণে এ রাতটি পালন করে থাকবেন। এই রাতকে লাইলাতুল বরাত বলা হয়।