সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়ে প্রথম স্থানে দখল নিলো দিয়েগো সিমিয়েনের দল৷ ২৪ ঘন্টার ব্যবধানে লা লিগা’র শীর্ষে উটে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যওয়ে ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া করে অ্যাটলেটিকো৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ৪৯ মিনিটে অ্যান্টনি গ্রিজমানের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো৷ বক্সের মধ্য থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান ফরাসি স্ট্রাইকার৷ এ নিয় টুর্নামেন্টে ১০ নম্বর গোলটি করে ফেলেন গ্রিজমান৷ দ্বিতীয় গোল ইয়ানিক কারাসকোর৷ ৮০ মিনিটে ব্যবধান বাড়ান তিনি৷ এই জয়ের ফলে বার্সেলোনাকে সরিয়ে লিগ শীর্ষে উঠে এল অ্যাটলেটিকো৷
শনিবার গ্রানাদাকে ৪-০ হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছিল গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা৷ কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে ফেরে সিংহাসন হারাল বার্সা৷ ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো৷ ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা৷ ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট পেয়ে ‘থার্ড বয়’ রিয়াল মাদ্রিদ৷