সৌদি আরবের এক শীর্ষস্থানীয় শিয়া ধর্মগুরু সহ ৪৮ জনের ফাঁসির ঘটনায় ক্ষোভ ছড়াল ইরানে। ক্রুদ্ধ জনতা হামলা চালায় তেহেরানের সৌদি দূতাবাসে। সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ এসে ঘটনা সামাল দেয়।
প্রসঙ্গত, গতকাল শিয়া ধর্মগুরু শেখ নিমর আল–নিমর সহ আটচল্লিশ জনের ফাঁসির সাজা কার্যকর করা হয় সৌদি আরবে। ২০১১–এ সরকার–বিরোধী বিদ্রোহে বড় ভূমিকা নিয়েছিলেন ওই ধর্মগুরু। গত অক্টোবর মাসেই দেশদ্রোহের জন্য নিমরকে ফাঁসির আদেশ দেয় সৌদি সরকার। গতকাল তা কার্যকর হয়। এর জেরেই সৌদির বানিজ্য দূতাবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। দূতাবাসের ছাদেও উঠে যায় তারা। সৌদির পতাকাও টেনে নামিয়ে দেয় উত্তেজিত জনতা।
নিমরের ফাঁসির কথা ঘোষণা করার পরেই ছড়িয়ে পড়ে বিক্ষোভ। কড়া প্রতিক্রিয়া দেয় ইরান। নিমরের মৃত্যুর জন্য সৌদি আরবকে ভবিষ্যতে ফল পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।