31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeজাতীয়৪ জুলাই সকল ব্যাংক খোলা থাকবে

৪ জুলাই সকল ব্যাংক খোলা থাকবে

List-Of-Bangladeshi-Banksআসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ১লা জুলাই থেকে ৯ই জুলাই সরকারি ছুটি ঘোষণা করলেও আগামী ৪ জুলাই খোলা থাকবে দেশের সব ব্যাংক। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ওইদিন সরকারি ছুটি ঘোষণা করা হলেও ব্যাংক বন্ধ থাকবে না।

এবিবি ব্যাংকের চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তারা বলেন, সরকারি অফিস আদালতের সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্ক নেই। তাই ওইদিন দেশের সরকারি বেসরকারি সব ব্যাংক খোলা থাকবে। চলবে স্বাভাবিক লেনদেন ও অন্যান্য কার্যক্রম।

এদিকে, ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য ঢাকা, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, সাভার, গাজীপুরসহ পোশাক কারখানা এলাকায় আগামী ২ জুলাই সকাল ৯টা থেকে ৩টা এবং ৩ জুলাই সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ব্যাংক খোলা খাকবে।

এই দু’দিন সরকারি ছুটি হওয়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত সম্মানী দেওয়া হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই নির্বাহী আদেশের ফলে এবার টানা নয়দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীর। ঈদের আগে ৪ জুলাই বন্ধ রাখা প্রতিষ্ঠানগুলোর অফিস করতে হবে ১৬ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments