৭০ বছর বয়সে এসেও কীভাবে মিডিয়ার নজর কাড়া যায় তা নিঃসন্দেহে ভালোই জানেন অভিনেতা কবীর বেদি। কিছুদিন আগেই তিনি পেজ থ্রির শিরোনামে ছিলেন ৪১ বছর বয়সী বান্ধবী পারভিন দুসাঞ্জকে বিয়ে করার জন্যে। তার কয়েকদিনের মধ্যে বিতর্কের কেন্দ্রে চলে আসেন মেয়ে পূজা বেদির সঙ্গে বচসার জেরে। এবার তিনি শিরোনামে পিতৃত্বের কারণে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। ৭০ বছর বয়সে ফের একবার সন্তানের কথা চিন্তা করছেন কবীর বেদি। তিনি এবং তাঁর বর্তমান স্ত্রী পারভিন দুসাঞ্জ। ইতিমধ্যে তোড়জোড়ও শুরু করে দিয়েছেন এই নব দম্পতি। বেশ কিছু বছর আগেই নিজের ডিম্বাণু এগ ব্যাঙ্কে জমিয়ে রেখেছিলেন পারভিন। বয়সের প্রভাব যাতে তাঁর মাতৃত্বে না পড়তে পারে, সেই কথা ভেবেই ডিম্বাণু ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে আর বেশি দিন মাতৃত্বের অভিজ্ঞতা থেকে নিজেকে দূরে রাখতে চান না পারভিন। স্ত্রীর ইচ্ছায় একশ শতাংশ সম্মতি রয়েছে কবীর বেদিরও। এর আগে তিন সন্তানের জন্ম দিয়েছেন কবীর বেদি। পূজা বেদি, প্রয়াত সিদ্ধার্থ বেদি এবং অ্যাডাম বেদি তাঁর প্রথম এবং দ্বিতীয় বিয়ের সন্তান। পূজা বেদি এবং অ্যাডামের মধ্যে সম্পর্ক বেশ ভালোই। এখন দেখার কবীর বেদির চতুর্থ সন্তানের সঙ্গে এঁদের সম্পর্কের সমীকরণ কেমন হয়!