25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeবিশ্ব৯০ মিটার গভীর গর্ত থেকে যেভাবে বাচালেন শিশুটিকে (ভিডিওসহ)

৯০ মিটার গভীর গর্ত থেকে যেভাবে বাচালেন শিশুটিকে (ভিডিওসহ)

bore-well৯০ মিটার গভীর কুয়োর গর্তে পরে গিয়েছিল তিন বছরের এক শিশু। কীভাবে চিনের দমকল কর্মীরা উদ্ধার করল তাকে, সেই ভিডিও প্রকাশ করা হল।

ভিডিওতে দেখা গেছে কার্যত মৃত্যুর মুখ থেকে কীভাবে তাকে জীবন্ত অবস্থায় বের করে এনেছে উদ্ধারকারী দলের সদস্যেরা। ভিডিওটি দেখতে ক্লিক করুন…

শিশুটির বাবা-মায়ের দাবি, গর্তের পাশে খেলায় মগ্ন ছিল শিশুটি। হঠাত্ই পা পিছলে গর্তে ঢুকে যায় সে। প্রায় ১১ মিটার নীচে এক জায়গায় গিয়ে আটকে যায় শিশুটি। তারপর প্রায় দুঘন্টার চেষ্টার পর অবশেষে শিশুটিকে গর্তের মধ্যে থেকে বের করে আনতে সক্ষম হয় উদ্ধারকারী দলের সদস্যেরা।
সূত্রের খবর বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা জানান আপাতত সুস্থ এবং সবল আছে সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments