ঢাকা | |

তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতায় ইবি শিক্ষকের প্রথম স্থান অর্জন

২৮তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা-২০২৩ এ প্রথম স্থান অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের প্রভাষক ইমতিয়াজ
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫৩ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫৩ সময়
তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতায় ইবি শিক্ষকের প্রথম স্থান অর্জন ছবি : সংগৃহীত
২৮তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা-২০২৩ এ প্রথম স্থান অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম। প্রতিযোগিতায় সারাদেশ থেকে অংশগ্রহণকারী সহস্রাধিক শিল্পীকে পেছনে ফেলে প্রথম হয়েছেন তিনি। রবিবার (২২ অক্টোবর) ঢাকার গুলশান ক্লাবে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

জানা গেছে, 'নবীন তুলিতে রাঙা প্রভাত' এই স্লোগানকে সামনে রেখে বার্জার পেইন্ট ২৮তম বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিল্পীরা এতে অংশ নেন। সারাদেশ থেকে এক হাজারের বেশি শিল্পী প্রতিযোগিতায় অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকেরা। পরে প্রাথমিক পর্যায়ে চল্লিশ জন শিল্পীকে মনোনীত করা হয়। এরপর বিভিন্ন ধাপের মাধ্যমে সেরা ছয়জনকে পুরস্কৃত করে বার্জার পেইন্টস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্জার পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার আলী, প্রখ্যাত শিল্পী আব্দুস শাকুর শাহ, শিল্পী আবুল বারাক আলভী, শিল্পী মোহাম্মদ ইউনুস, শিল্পী মোহাম্মদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বার্জার পেইন্টের বিপণণ পরিচালক, কার্যনির্বাহী পরিচালকসহ দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা সেখানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করতে পেরে খুশি ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম। অনুভূতি প্রকাশ করে তিনি জানান, এই অর্জন শুধু আমার না, এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্জন। আমি চারুকলা বিভাগের একজন শিক্ষক হিসেবে চেষ্টা করছি বিভাগকে আরো অনেক দূর এগিয়ে নিতে। সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের চারুশিক্ষা প্রদানের চেষ্টা করছি।

আগামীতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করবে এবং অনেক সাফল্য বয়ে আনবে বলে প্রত্যাশা করেন তিনি
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

কমেন্ট বক্স