ঢাকা | |
সংবাদ শিরোনাম :

রাজধানীর সড়কে নেই অবরোধের ছাপ

বিএনপি-জামায়াত ও সমমনাদের ডাকে পঞ্চম দফার অবরোধে রাজধানীর রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ি চালক ও মানুষের মাঝে
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৪৫ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৪৫ সময়
রাজধানীর সড়কে নেই অবরোধের ছাপ ছবি : সংগৃহীত
বিএনপি-জামায়াত ও সমমনাদের ডাকে পঞ্চম দফার অবরোধে রাজধানীর রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ি চালক ও মানুষের মাঝে কিছুটা আতঙ্ক থাকলেও তা প্রভাব ফেলছে না রাস্তায় চলাচলে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে ধানমন্ডি, সাইন্সল্যাব মোড়, নিউমার্কেট, বাটা সিগনাল, শাহবাগ, পল্টন ও গুলিস্তান ঘুরে এ চিত্র দেখা গেছে।

সকাল সাড়ে আটটা থেকে দশটার মধ্যে ধানমন্ডির সিটি কলেজের সামনে, বাটা সিগনাল মোড়, শাহবাগ মোড়, পল্টন মোড় ও গুলিস্তানের জিরো পয়েন্ট-বঙ্গবন্ধু চত্বর পার হতে গিয়ে যানবাহনগুলোকে কিছুটা যানজটের মুখোমুখি হতে হচ্ছে।

এছাড়াও এই রাস্তায় চলাচলকারী গণপরিবহনের সংখ্যাও ছিলো স্বাভাবিক। ব্যক্তিগত গাড়ি কিছুটা কম দেখা গেলেও রিকশা, সিএনজি চালিত অটোরিকশা চলাচল ছিলো স্বাভাবিক। তবে এই সময়ে দুরপাল্লার বাস চলাচল ছিলো কম।

গত ২৮ অক্টোবরের ডাকা বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দেওয়াসহ বিভিন্ন দাবিতে দফায় দফায় অবরোধ পালন করে আসছে বিএনপি-জামায়াত ও সমমনারা। সেই ধারাবাহিকতায় পঞ্চম দফার অবরোধের ডাক দিয়েছে আন্দোলনে থাকা দলগুলো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ