বাঁধন সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট, বগুড়া জোনের আয়োজনে বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর, ডোনার সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে বাঁধন সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট, বগুড়া জোন কার্যকরী পরিষদ ২০২৩ এর সাধারণ সম্পাদক নাহিদ হাসান জাকারিয়ার সঞ্চালনায় এবং বাঁধন সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট, বগুড়া জোন কার্যকরী পরিষদ ২০২৩ এর সভাপতি মোঃ ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এবং বাঁধন সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট, বগুড়া জোন এর শিক্ষক উপদেষ্টা অধ্যাপক টি. এম. সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. শরিফ উস-সাঈদ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সন্তু কুমার দত্ত, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মোমেনা ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন; “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” স্লোগানকে সামনে রেখে ২০১৫ সাল থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজে বাঁধনের পথচলা, যখনই কোন অসুস্থ মানুষের রক্তের প্রয়োজন হয় তখনই তাদের পাশে দাঁড়ায় বাঁধন। বাঁধন সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট বগুড়া জোন ২০২৩ সালের ১১ মাসে প্রায় ১৫০০ ব্যাগ রক্ত দিয়ে মুমূর্ষ রোগীদের সহযোগিতা করেছে। তিনি বাঁধন সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিট, বগুড়া জোনের সাফল্য কামনা করে বলেন; আমরা সবসময় বাঁধনের পাশে ছিলাম, সবসময় সহযোগিতা করবো ইনশাআল্লাহ ।
সাংগঠনিক প্রতিবেদন শেষে ৩০ জন রক্তদাতাকে সংবর্ধনা দেওয়া হয় এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।