সম্প্রতি অ্যাপল গ্যাজেটস-এর যমুনা ফিউচার পার্কের নিজস্ব ফ্ল্যাগশিপ সেন্টারে আইফোন ১৫ প্রো-ম্যাক্স ২৪ ক্যারেট গোল্ড লিমিটেড এডিশন ফোনের মোড়ক উন্মোচন করেন সুপারস্টার জায়েদ খান।
দেশের স্বনামধন্য অথেনটিক গ্যাজেট স্টোর অ্যাপল গ্যাজেটসে আইফোনসহ নানান স্মার্টফোন, ল্যাপটপ, এক্সেসরিজ এবং সব ধরনের প্রযুক্তিপণ্য পাওয়া যায়। গোল্ড ক্যারেটের আইফোনটি উদ্বোধন করার পরে জায়েদ খান ফোনটি হাতে নিয়ে দর্শকদের সামনে তুলে ধরেন। ''প্রায় আড়াই লক্ষাধিক বাজেটের এ ফোনটি ব্যাবহারকারীদের প্রিমিয়াম ফিলিংস দিতে সক্ষম'' বলেও ফোনপ্রেমীদেরকে জানান তিনি।
অনেকেই আছেন যারা আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর ফোনগুলো ব্যবহার করেন লাক্সারি এবংএলিগেন্স এর কথা চিন্তা করে। তাদের কথা মাথায় রেখেই অ্যাপল গ্যাজেটস বাজারে নিয়ে এসেছে রোলেক্স আইফোন ১৫ প্রো ম্যাক্স ২৪ ক্যারেট গোল্ড এডিশন। পাশাপাশি যারা রোলেক্স-এর ফ্যান আছেন তাদের জন্যেও এই ফোনগুলো খুবই আকর্ষণীয়।
অন্যান্য ফিচারের দিক থেকে রেগুলার আইফোন ১৫ প্রো-ম্যাক্স এর সাথে এটির তেমন কোনো পার্থক্য নেই, তবে এলিগ্যান্সের দিক থেকে এটি যে কাউকে দিবে সেরাটাই। ক্রেতারা নিজের বা প্রিয়জনের নাম লিখেও যমুনা ফিউচার পার্কের অ্যাপল গ্যাজেটস-এর ফ্ল্যাগশিপ স্টোর বা ওয়েবসাইট থেকে ফোনটি প্রি-অর্ডার করতে পারবেন।