ঢাকা | |
সংবাদ শিরোনাম :

মেয়ের প্রথম জন্মদিনে ছবি প্রকাশ্যে আনলেন আতিফ আসলাম

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম প্রথমবারের মতো তার মেয়ে হালিমার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। মুহূর্তে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে
  • আপলোড সময় : ২৭ মার্চ ২০২৪, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২৭ মার্চ ২০২৪, সকাল ৯:৪৩ সময়
মেয়ের প্রথম জন্মদিনে ছবি প্রকাশ্যে আনলেন আতিফ আসলাম ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম প্রথমবারের মতো তার মেয়ে হালিমার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। মুহূর্তে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

গত ২৩ মার্চ ছিল হালিমার প্রথম জন্মদিন। একটি ছবিতে আতিফকে তার মেয়েকে কোলে নিয়ে থাকতে দেখা যায়। ছবিতে আতিফ আসলাম ও তার মেয়েকে বেশ সুন্দর লাগছিল। বাবা ও মেয়ে দুজনেই সাদা পোশাক পরেছিল। ভক্তরা বাবা ও মেয়ের ছবি 'ওয়াও' ইমোজিতে ভরিয়ে দেন। তবে, অবাক করার বিষয় হলো- ছবিতে আতিফ আসলামের মেয়েকে রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহার মতো দেখাচ্ছিল! এই বিষয়টি সবার নজর কেড়েছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে একজন ছবিতে কমেন্ট করেছেন, 'বাহ! বাবা ও মেয়েকে দারুণ লাগছে।' আরেকজন লিখেছেন, 'তার চেহারা হুবহু রাহার মতো, মনে হচ্ছে সে রাহাকে নকল করেছে। চুলের স্টাইল, পোশাকের রঙ... হুবহু এক।'
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ