ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ আগামী বছরই হয়তো নির্বাচিত সরকার দেখবো: ওয়াহিদউদ্দিন মাহমুদ আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে: প্রেস সচিব শুল্ক কম হওয়ায় দেশে রোলস রয়েসের গাড়ির চাহিদা বাড়ছে ৬ মাসের মধ্যে বাজারে আসছে নতুন নোট, নকশায় পরিবর্তনের ইঙ্গিত পেঁয়াজ কেটে সংরক্ষণ করার পর ব্যবহারে কতটা স্বাস্থ্যকর সোমবার ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু দক্ষিণ চীনে রেলওয়ে নির্মাণস্থল ধসে ১৩ জন নিখোঁজ বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্রুতগামী ট্রেন দিয়ে জন্মহার বাড়ানোর প্রত্যাশা দক্ষিণ কোরিয়ার

বিশ্বের সর্বনিম্ন জন্মহার দক্ষিণ কোরিয়ায়। বিয়ে ও পরিবার শুরু না করার পেছনে কারণ হিসেবে দেশটির তরুণরা প্রায় সময়েই
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৪, দুপুর ১০:৫৯ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৪, দুপুর ১০:৫৯ সময়
দ্রুতগামী ট্রেন দিয়ে জন্মহার বাড়ানোর প্রত্যাশা দক্ষিণ কোরিয়ার ছবি : সংগৃহীত
বিশ্বের সর্বনিম্ন জন্মহার দক্ষিণ কোরিয়ায়। বিয়ে ও পরিবার শুরু না করার পেছনে কারণ হিসেবে দেশটির তরুণরা প্রায় সময়েই বৃহত্তর সিউলে ব্যয়বহুল আবাসন, দীর্ঘ যাত্রার কথা বলে আসছেন। সারা দেশের তুলনায় সিউলে জন্মহার আরও কম। ভর্তুকিসহ বিভিন্ন পন্থায় জন্মহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু এসব উদ্যোগে সাফল্য খুব একটা আসেনি।

দীর্ঘ সময়ের কষ্ট কমাতে নতুন একটি দ্রুতগতির ট্রেন পরিষেবা চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এটি চালু হলে রাজধানী সিউলের কেন্দ্র ও শহরতলিতে যাতায়াতের সময় কমবে। প্রকল্পটির এক কর্মকর্তার আশা, এর ফলে তরুণরা শহরের বাইরে বসবাসে উৎসাহী হবে এবং সন্তান জন্মদান শুরু করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা এখন বাজি ধরছেন গ্রেট ট্রেন এক্সপ্রেস (জিটিএক্স) প্রকল্পের ওপর। ৯৯ দশমিক ৫ বিলিয়ন ডলারে ভূগর্ভস্থ দ্রুতগতির ট্রেন প্রকল্পটির নির্মাণ করা হবে। ২০৩৫ সালের মধ্যে ছয়টি রুটে সিউলের সঙ্গে আশপাশের অঞ্চলকে যুক্ত করবে প্রকল্পটি।

শুক্রবার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল প্রথম রুটের একটি শাখা উদ্বোধন করেছেন। এটি চালু হওয়ার ফলে রাজধানীর সুসিও থেকে ডঙ্গটান শহরে যাতায়াতের সময় ১৯ মিনিটে নেমে আসবে। বর্তমানে বাসে যাতায়াতে সময় লাগে ৮০ মিনিট।

উদ্বোধনের সময় প্রেসিডেন্ট বলেছেন, যাতায়াতে সময় কমে যাওয়ায় মানুষ সকাল ও সন্ধ্যায় পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন।

কর্মকর্তারা বলেছেন, শনিবার এই রুটে ট্রেন চলাচল শুরু করবে। পুরোপুরি চালু হওয়ার পর জিটিএক্স হবে বিশ্বের দ্রুতগতির ভূগর্ভস্থ ট্রেন ব্যবস্থার একটি। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে চলবে এই নেটওয়ার্কের ট্রেন।

কয়েকজন বিশ্লেষক অবশ্য বলছেন, জিটিএক্স চালু হলে দক্ষিণ কোরিয়ার গ্রামীণ এলাকা থেকে আরও মানুষ ইতোমধ্যে ঘনবসতিপূর্ণ রাজধানীতে চলে আসবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস