ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি বিমান হামলা গাজাবাসীর ওপর নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল; এ পর্যন্ত শহীদ ৪০৪ সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে ৫৮ দিন নির্ধারণ ‘গালিগালাজ’ করছে ইলন মাস্কের চ্যাটবট ব্যবহাকারীদের ২১ আগস্ট গ্রেনেড হামলা: সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর সরকারি চালের বস্তায় কালিতে মোছা হলো ‘শেখ হাসিনা’র নাম যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩ নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত রাজনৈতিক দল নিবন্ধন: ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

গাড়ি-বাড়ির ঋণ নিলেই সুদ দিতে হবে ১৪.৫৫ শতাংশ

ধারাবাহিক বাড়ছে সুদহার। এপ্রিল মাস থেকে ঋণের সুদহার বাড়িয়ে ১৩.৫৫ শতাংশ করা হয়েছে। তবে ভোক্তা ঋণে আরও বেশি
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৪, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৪, সকাল ৯:৫২ সময়
গাড়ি-বাড়ির ঋণ নিলেই সুদ দিতে হবে ১৪.৫৫ শতাংশ ছবি: সংগৃহীত
ধারাবাহিক বাড়ছে সুদহার। এপ্রিল মাস থেকে ঋণের সুদহার  বাড়িয়ে ১৩.৫৫ শতাংশ করা হয়েছে। তবে ভোক্তা ঋণে আরও বেশি দিতে হবে, গুনতে হবে ১৪.৫৫ শতাংশ সুদ। যা মার্চে ছিল যথাক্রমে ১৩.১১ শতাংশ এবং ১৪.১১ শতাংশ। তার আগে ফেব্রুয়ারিতে ছিল ১২.৪৩ শতাংশ এবং ১৩.৪৩ শতাংশ। জানুয়ারিতে এই সুদহার ছিল ১১.৮৯ শতাংশ এবং ১২.৮৯ শতাংশ।

এখন যে পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, তা হলো ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ তথা সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার (স্মার্ট রেট) ছিল ৭.১০ শতাংশ, আগস্টে ৭.১৪ শতাংশ এবং সেপ্টেম্বরে বেড়ে হয় ৭.২০ শতাংশ। অক্টোবরে ৭.৪৩ শতাংশ, নভেম্বরে ৭.৭২ শতাংশ, ডিসেম্বরে ৮.১৪ শতাংশে, জানুয়ারিতে ছিল ৮.৬৮ শতাংশ, ফেব্রুয়ারিতে ৯.৬১ শতাংশ এবং সবশেষ মার্চে স্মার্ট রেট প্রায় ১ শতাংশ বেড়ে ১০.৫৫ শতাংশে উঠেছে।

ফেব্রুয়ারির মতো মার্চেও স্মার্ট রেট বেশি বেড়ে যাওয়ায় ঋণের সুদহার মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে ঋণের সুদহার নির্ধারণের ‘স্মার্ট’ মার্জিন রেট ০.৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ফেব্রুয়ারিতে ০.২৫ শতাংশ কমিয়েছিল। অর্থাৎ দুইমাসে কমলো ০.৭৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, মার্চ মাসের ‘স্মার্ট’ হারের সঙ্গে এখন সর্বোচ্চ ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে এপ্রিল মাসে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। গতকাল এক সার্কুলার জারি করে এ সুদহার কমানোর এ ঘোষণা দিয়েছে, যা ১লা এপ্রিল থেকে কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন ‘স্মার্ট’র সঙ্গে ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ হবে, যা এতদিন ছিল ৩.৫০ শতাংশ। প্রি-শিপমেন্ট রপ্তানি ও কৃষি ও পল্লী ঋণের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ হারে মার্জিন যোগ হবে, যা আগে ছিল ২.৫০ শতাংশ।
তবে মার্চে ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণে ব্যাংক সুদ নিতে পারবে ১৪.৫৫ শতাংশ। কারণ সিএমএসএমই, ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণে অতিরিক্ত ১ শতাংশ তদারকি বা সুপারভিশন চার্জ নেয়ার সুযোগ রয়েছে। সাধারণত ব্যাংক থেকে ব্যক্তিগত ও ভোগ্যপণ্য যেমন গাড়ি কেনার ঋণ, আবাসন ঋণ, শিক্ষা ঋণসহ ফ্রিজ, টিভি কম্পিউটার ইত্যাদি ক্রয় করার জন্য যে ঋণ নেয়া হয়, মূলত এসব ভোক্তা ঋণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতারাতি হারিয়ে গেলো জাম্বিয়ার কাফুয়ে নদী

রাতারাতি হারিয়ে গেলো জাম্বিয়ার কাফুয়ে নদী