ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী বছরই হয়তো নির্বাচিত সরকার দেখবো: ওয়াহিদউদ্দিন মাহমুদ আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে: প্রেস সচিব শুল্ক কম হওয়ায় দেশে রোলস রয়েসের গাড়ির চাহিদা বাড়ছে ৬ মাসের মধ্যে বাজারে আসছে নতুন নোট, নকশায় পরিবর্তনের ইঙ্গিত পেঁয়াজ কেটে সংরক্ষণ করার পর ব্যবহারে কতটা স্বাস্থ্যকর সোমবার ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু দক্ষিণ চীনে রেলওয়ে নির্মাণস্থল ধসে ১৩ জন নিখোঁজ বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হয়রানিমূলক’ মামলার তথ্য চেয়ে আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

বিনা খরচে হজ করবে গাজায় হতাহতদের পরিবার

গাজায় ইসরায়েলি আগ্রাসনে হতাহতদের পরিবারের সদস্যদের আশ্রয় দিয়ে হজ পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের
  • আপলোড সময় : ১০ জুন ২০২৪, দুপুর ৪:৫৩ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৪, দুপুর ৪:৫৩ সময়
বিনা খরচে হজ করবে গাজায় হতাহতদের পরিবার ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি আগ্রাসনে হতাহতদের পরিবারের সদস্যদের আশ্রয় দিয়ে হজ পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তাঁর এই নির্দেশের আওতায় আরও বাড়তি ১ হাজার ফিলিস্তিনি পরিবার সৌদি আরবে বিনা খরচে হজ পালনের সুবিধা পাবেন। 

সৌদি আরবে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ লক্ষ্য সৌদি আরবের বাদশাহের দপ্তর এক রাজকীয় নির্দেশ জারি করেছে। সব মিলিয়ে এই উদ্যোগের আওতায় ২ হাজার ফিলিস্তিনি সৌদি আরবে বিনা খরচে হজ পালনের সুযোগ পাবেন। 

বাদশাহ সালমানের রাজকীয় নির্দেশে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে শহীদদের পরিবার থেকে হজযাত্রীদের জন্য সৌদি আরবে আনার জন্য ‘হোস্টিং ইনিশিয়েটিভ ফর পিলগ্রিমস ফ্রম দ্য ফ্যামিলিস অব মার্টায়ার্স অ্যান্ড দ্য ওউন্ডেড ফ্রম দ্য গাজা স্ট্রিপ’ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এই উদ্যোগের আওতায় ফিলিস্তিন থেকে মোট ২ হাজার তীর্থযাত্রী আসবেন। 

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আবদুললতিফ বিন আবদুল আজিজ আল-শায়েখ বলেছেন, এই পদক্ষেপটি ফিলিস্তিনের জন্য সব স্তরে আমাদের দেশের (সৌদি আরবের) অটল সমর্থনকেই তুলে ধরে। 

শেখ আবদুললতিফ বিন আব্দুল আজিজ আল-শায়েখ আরও বলেছেন, এই ব্যতিক্রমী উদ্যোগ গাজার ফিলিস্তিনি জনগণ যেসব কষ্ট-দুর্দশা সম্মুখীন সেগুলোকে কিছু প্রশমিত করবে। সৌদি সরকারের এমন মানবিক দৃষ্টিভঙ্গি নতুন কিছু নয়। সৌদি আরবের প্রতিষ্ঠাকালীন বাদশাহ আবদুল আজিজের যুগ থেকে দেশটি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে। 

মুসলিম বিশ্বে হজ অন্যতম অবশ্য পালনীয় ফরজ ইবাদত। যাতে প্রতি আরবি বছরের জিলহজ মাসে পবিত্র শহর মক্কায় অবস্থিত কাবাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এ সময় সারা বিশ্ব থেকে লাখো মানুষ সৌদি আরবের মক্কায় সমবেত হন। মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, গত শনিবার পর্যন্ত ১৩ লাখ নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস