ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বেনাপোল সীমান্তে ৯টি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯টি স্বর্ণেরবারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৪, দুপুর ১২:৪১ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৪, দুপুর ১২:৪১ সময়
বেনাপোল সীমান্তে ৯টি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক ছবি : সংগৃহীত
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯টি স্বর্ণেরবারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে দৌলতপুর সীমান্তের ধগলীর মাঠ থেকে তাকে আটক করে বিজিবি। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে এক পাচারকারী স্বর্ণেরবার ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে উপ-অধিনায়কের নেতৃত্বে দৌলতপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল সকাল সাড়ে ৭টার দিকে ধগলীর মাঠ নামক স্থানে কৌশলে অবস্থান নেয়।

এ সময় সীমান্ত অভিমুখে এক জন ব্যক্তিকে আসতে দেখে মনোয়ার হোসেনকে আটক করে। পরে তার হাতে থাকা লাল রং এর একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করে। যার বাজার মূল্য এক কোটি ৮ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা। 

উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারীতে জমা ও আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ