ঢাকা | |

ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছেন সমন্বয়করা

ডিবি হেফাজত থেকে মুক্ত করা হয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা ৬ সমন্বয়ককে। তবে সংবাদ
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৪, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৪, দুপুর ২:৫৪ সময়
ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছেন সমন্বয়করা ছবি : সংগৃহীত
ডিবি হেফাজত থেকে মুক্ত করা হয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা ৬ সমন্বয়ককে। তবে সংবাদ মাধ্যমে কথা বলতে দেয়া হয়নি তাদের।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ডিবি সূত্রে এসব জানা গেছে। ডিবি বলছে, দুপুর দেড়টার দিকে মুক্ত করা হয় সমন্বয়কদের।

বাইরে বেরিয়ে সরাসরি তাদের গাড়ীতে বাসায় পৌঁছে দেয়া হবে তাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা।

গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রেডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার সারজিস, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সুখবর দিলো মালয়েশিয়া, চালু করল কলিং ভিসা

সুখবর দিলো মালয়েশিয়া, চালু করল কলিং ভিসা