ঢাকা | |

শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ

রাজধানীর শাহবাগে এক দফা দাবিতে আন্দোলনকারীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। সকাল ১০টা থেকে ১১টা (প্রতিবেদন লেখা
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৪, দুপুর ১১:৫৪ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৪, দুপুর ১১:৫৪ সময়
শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ
রাজধানীর শাহবাগে এক দফা দাবিতে আন্দোলনকারীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। সকাল ১০টা থেকে ১১টা (প্রতিবেদন লেখা পর্যন্ত) সংঘর্ষ চলছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) ভেতরে এবং আন্দোলনকারীরা বাইরে। জানা যায়, সকালে সাড়ে ১০টার পরে রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোটা হাতে শত শত লোক পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। তবে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাঁদের ধাওয়া দেওয়া হয়। তাঁরা হাসপাতালের ভেতরে ঢুকে যান। 

সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা এবং বাইরে থাকা আন্দলনকারীরা দুই পক্ষই ইট পাটকেল ছুড়ছিলেন। এতে ভাঙচুরের শিকার হচ্ছে হাসপাতালটি। ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেওয়ার চেষ্টা করলেও আবার ফিরে যেতে দেখা যায়। এসময় পুলিশকে শাহবাগ থানার সামনে অবস্থান নিতে দেখা যায়। মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগান দেওয়া হয়। আরও বলা হয়, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই।’

এর আগে আন্দোলনকারীরা টিএসসিতে অভস্থান নিলে শাহবাগে কয়েকজনকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছে খবর পেয়ে সবাই শাহবাগ গিয়ে প্রতিরোধ করে। এক পক্ষ শাহবাগে বিক্ষোভ মিছিল, আরেক পক্ষ পিজিতে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের ইট পাটকেল ছুড়েন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়াই ছিলো শেখ হাসিনার উদ্দেশ্য: মামুনুল হক

বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়াই ছিলো শেখ হাসিনার উদ্দেশ্য: মামুনুল হক