ঢাকা | |

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর প্রত্যাহারের দাবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহারের একদফা দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন বাংলাতেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৪, দুপুর ৪:১০ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৪, দুপুর ৪:১০ সময়
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর প্রত্যাহারের দাবি ছবি : সংগৃহীত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহারের একদফা দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন বাংলাতেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। 

মঙ্গলবার (১৩ আগস্ট) সমিতির পরিচালক বেলাল আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতে রয়েছে ব্যপক বৈষম্য। এক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয় চলে জনগনের ট্যাক্সের টাকায়, অন্যদিকে অলাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকার আদায় করে ভ্যাট ও নানা প্রকার ট্যাক্স।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থায়ন করা তো দূরে থাক, ১৫ শতাংশ ট্যাক্স আদায় করা হয়। বিশ্ববিদ্যালয়ের সকল ক্রয় ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাটসহ ২ শতাংশ থেকে ৭ শতাংশ বিক্রয় কর এবং অনেক কষ্টে সঞ্চিত অর্থ থেকে আরও ১৫ শতাংশ আয়কর আদায় করার ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি বিমাতাসুলভ আচরণ ও বৈষম্য দূর করার ন্যায়সঙ্গত দাবি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সুখবর দিলো মালয়েশিয়া, চালু করল কলিং ভিসা

সুখবর দিলো মালয়েশিয়া, চালু করল কলিং ভিসা