ঢাকা | |

কোটা আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন।বুধবার
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৪, দুপুর ৪:১৭ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৪, দুপুর ৪:১৭ সময়
কোটা আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু ছবি : সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন।

বুধবার (১৪ আগস্ট) বিকেল সোয়া দুইটায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী। সাজিদের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্রেজারার বলেন, সাজিদের অবস্থা খুবই খারাপ ছিলো। ছেলেটা আর আমাদের মাঝে নেই। ওর বাবা-মা এই শোক কিভাবে সামলাবে! তার আত্মার শান্তি কামনা করছি।

এদিকে, সাজিদের মৃত্যুর খবর পাওয়ার পরই দায়ী সকলের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ফ্যাসিজমের আস্তানা ভেঙে দাও, গুড়ুয়ে দাও, টু জিরো টু ফোর, ফ্যাসিজম নো মোর, বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনা বিচার চাই, সহ নানা স্লোগান দিতে থাকেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন আলম সান বলেন, আমরা আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দিতে পারি না। সাজিদের মৃত্যুতে জড়িত সকলের বিচার চাই আমরা। সাজিদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা জবিয়ানরা আন্দোলন চালিয়ে যাবো।

এর আগে গত ৪ আগস্ট ইকরামুল রাজধানীর মিরপুরে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সুখবর দিলো মালয়েশিয়া, চালু করল কলিং ভিসা

সুখবর দিলো মালয়েশিয়া, চালু করল কলিং ভিসা