দুঃসময়
পিছু ছাড়ছে না সাকিব
আল হাসানের। হত্যা
মামলার পর দল থেকে
বাদ দেয়ার আইনি নোটিশ,
এবার কি না ফেঁসে
গেলেন আইসিসির কাছেই। হয়েছেন
বড় শাস্তির মুখোমুখি। একইসাথে
বাংলাদেশও পেয়েছে শাস্তি।
হত্যা মামলার খড়গ মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেন সাকিব আল হাসান। দলকে এনে দেন ঐতিহাসিক জয়ও। তাতে চাপের পাহাড় ভেঙে খানিকটা হাফ ছেড়ে বেঁচেছিলেন। কিন্তু সেই স্বস্তিও দীর্ঘস্থায়ী হলো না।
ঐতিহাসিক এই টেস্টে সাকিব ঘটিয়েছেন এমন এক কাণ্ড, যে কারণে শাস্তি পেতে হচ্ছে তাকে। অখেলোয়াড়সুলভ আচরণের কারণে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে সাকিবকে। একই সাথে নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
ঘটনা মূলত পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারের। সেসময় স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুড়ে মারেন সাকিব, যা অবাক করে মাঠে থাকা দুই আম্পায়ারকেও। তখনই আন্দাজ করা যাচ্ছিল, শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সাকিব।
শুধু সাকিব নয়, শাস্তির খড়গ নেমে এসেছে বাংলাদেশের ওপরেও। তবে সাকিবের কারণে নয়, স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই সাথে কেটে নেয়া হয়েছে পয়েন্টও।
নিয়ম অনুযায়ী ৩ ওভার সময় পিছিয়ে থাকায় বাংলাদেশের কাটা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৩ পয়েন্ট, যা একধাপ পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। ৬ নম্বর থেকে নেমে এসেছে সাতে। সেই সাথে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে খেলোয়াড়দের।
একই কারণে শাস্তি পেয়েছে পাকিস্তানও। তাদের শাস্তির পরিমাণ আরো বেশি। ৬ ওভার স্লো রেটের কারণে পাকিস্তানি খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট কাটা হয়েছে।
উল্লেখ্য, আইসিসির কোড অব কন্ড্যাক্ট অনুযায়ী, প্রতি ওভার ধীর বোলিংয়ে পিছিয়ে থাকার জন্য ৫ শতাংশ করে জরিমানা এবং ১ পয়েন্ট করে কেটে রাখার বিধান রয়েছে।