ঢাকা | |

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মঙ্গলবার ভোর পাঁচটার পর থেকে এ
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১০:১৮ সময়
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মঙ্গলবার ভোর পাঁচটার পর থেকে এ বৃষ্টি শুরু হয়। থেমে থেমে সকাল সাড়ে সাতটা পর্যন্ত বৃষ্টি হয়।  

বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, আড়ং ও মানিক মিয়া অ্যাভিনিউতে পানি জমে যায়।মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম অংশে পানি জমে যায়। মূল সড়কের একাংশ পানিতে ডুবে থাকতে দেখা গেছে। ফলে গাড়িগুলোকে রাস্তার এক পাশ দিয়ে চলতে দেখা গেছে। এতে যানজট শুরু হয়।

মূল সড়ক ছাড়াও অলিতে গলিতে পানি জমে যায়। বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি। এসব অলিতে গলিতে যানজট বেঁধে যায়। এতে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। তাদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। অনেকে যানবাহন ও রিকশা না পেয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সুখবর দিলো মালয়েশিয়া, চালু করল কলিং ভিসা

সুখবর দিলো মালয়েশিয়া, চালু করল কলিং ভিসা