পাকিস্তানের মাটিতে বাবর আজমদের হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশ। দাপট দেখিয়ে টিম টাইগার্স টেস্ট সিরিজ জিতল ২-০ ব্যবধানে। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে চা বিরতির আগে বাংলাদেশ ১৮৫ রানের লক্ষ্যে পৌঁছায় ৪ উইকেট হারিয়ে। এত বড় অর্জনের পরও বাংলাদেশের উদযাপন ছিল সাদামাটা!
একই মাঠে পাকিস্তানকে প্রথম টেস্টে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। ঐতিহাসিক সাফল্যের পথ ধরে দ্বিতীয় টেস্টে আসে ৬ উইকেটের জয়। বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়ের ঘটনা এটি। ২০২২ সালে ইংল্যান্ড ৩-০ ব্যবধানে পাকিস্তানের মাটিতে সিরিজ জিতেছিল। নিজেদের মাটিতে পাকিস্তান মোটে দু’বার হোয়াইটওয়াশ হল।
কঠিন কাজটা বাংলাদেশ সহজ করেছে দলীয় পারফরম্যান্সে। দুই টেস্টেই ব্যাটে-বলে অবদান রেখেছেন সবাই। একেক ইনিংসে হাল ধরেছেন একেকজন। তাতে এসেছে অবিস্মরণীয় সাফল্য। পাকিস্তানের মাটিতে এই সিরিজের আগে কোনো ফরম্যাটেই জয় ছিল না বাংলাদেশের।
পাকিস্তান: ২৭৪ ও ১৭২, বাংলাদেশ: ২৬২ ও ১৮৫/৪
১৫ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বের জেরে সেবার খেলেছিল দ্বিতীয় সারির ক্যারিবিয়ান দল। এছাড়া জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতার স্বাদ পায় বাংলাদেশ। সেটা অবশ্য ছিল এক ম্যাচের সিরিজ।