ঢাকা | |

দেশের ২৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

দেশের ২৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের
  • আপলোড সময় : ৪ সেপ্টেম্বর ২০২৪, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ৪ সেপ্টেম্বর ২০২৪, সকাল ৯:৪৩ সময়
দেশের ২৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
দেশের ২৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো: মাহাবুর রহমান শেখ।

নতুন পুলিশ সুপার নিয়োগ করা জেলাগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুর, জয়পুরহাট, ভোলা, খাগড়াছড়ি, বরগুনা, কক্সবাজার, রাজবাড়ী।

এছাড়া পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, শেরপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠী ও লালমনিরহাট জেলায়ও নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া আরেকটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশ বাহিনীর আরো ১৮ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি বা পদায়ন করা হয়েছে। মঙ্গলবার এ বাহিনীতে ব্যাপক রদবদল ও পদোন্নতি হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সুখবর দিলো মালয়েশিয়া, চালু করল কলিং ভিসা

সুখবর দিলো মালয়েশিয়া, চালু করল কলিং ভিসা