ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেবে না বাংলাদেশ আগামী বছরই হয়তো নির্বাচিত সরকার দেখবো: ওয়াহিদউদ্দিন মাহমুদ আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে: প্রেস সচিব শুল্ক কম হওয়ায় দেশে রোলস রয়েসের গাড়ির চাহিদা বাড়ছে ৬ মাসের মধ্যে বাজারে আসছে নতুন নোট, নকশায় পরিবর্তনের ইঙ্গিত পেঁয়াজ কেটে সংরক্ষণ করার পর ব্যবহারে কতটা স্বাস্থ্যকর সোমবার ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু দক্ষিণ চীনে রেলওয়ে নির্মাণস্থল ধসে ১৩ জন নিখোঁজ বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লতিফ মোড়ে ফিল্মি স্টাইলে বাড়ির গেটে ঢুকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৪, দুপুর ১০:৩৮ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৪, দুপুর ১০:৩৮ সময়
কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লতিফ মোড়ে ফিল্মি স্টাইলে বাড়ির গেটে ঢুকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ নভেম্বর) রাত ৯ টার সময় এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দৌলতপুর উপজেলা বাজারের জিম পোল্ট্রি কমপ্লেক্সের মালিক হাজী নুরুল ইসলাম তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করছেন। পরে মেইন গেট আটকাতে গেলে মোটরসাইকেলে চড়ে তিন যুবক ব্যবসায়ীর গেটের ভেতরে প্রবেশ করে পিস্তল, ছুরি বের করে তাকে জাপটে ধরে সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করার চেষ্টা করে  এবং তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় ব্যবসায়ী নুরুল ইসলামের স্ত্রী এগিয়ে আসলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ইনজেকশন পুশ করার চেষ্টা করে দুর্বৃত্তরা। 

ঘটনার ব্যাপারে হাজী নুরুল ইসলাম বলেন, রাত নয়টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির গেটে প্রবেশ করলে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার বাড়ির গেটে ঢুকে তাকে ও তার বাচ্চা মেয়েকে জিম্মি করে, এ সময় দুর্বৃত্তদের বাড়ি কোথায় নাম কি জানতে চাইলে তারা বলেন রেফাইতপুর। দুর্বৃত্তদের একজন তাকে ও তার স্ত্রীকে সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করার চেষ্টা করে এবং নুরুল ইসলামের কাঁধে ঝোলানো ব্যাগে থাকা ৪ লক্ষ ৮৭ হাজার টাকা ও তার স্ত্রীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে দাবী ব্যবসায়ির।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল কবির বলেন, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। পরিদর্শক তদন্ত সহ পুরো টিম এটা নিয়ে কাজ করছেন। আশাকরি খুব দ্রুতই অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস