সাতক্ষীরায় অনলাইন জুয়ার দুই মাস্টারমাইন্ডকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরার পুলিশ

সাতক্ষীরায় অনলাইন জুয়ার দুই মাস্টারমাইন্ড আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২২ সময় , আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২২ সময়

সাতক্ষীরায় অনলাইন জুয়ার দুই মাস্টারমাইন্ডকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।


আটকরা হলেন, মেহেরপুর জেলার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে মুরশিদ আলম লিপু (২৯) ও বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)। তারা মেহেরপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, আটকরা অনলাইনের বড় জুয়াড়ি। বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় উদ্বুদ্ধ করে থাকে। তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। গোপন সংবাদে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার খড়িবিলা মোড় থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪টি মোবাইল ও তিনটি ল্যাপটপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে তারা অনলাইন জুয়ার সাথে লিপ্ত রয়েছে।


তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা রয়েছে। সাতক্ষীরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯