রাজধানীর শাহবাগে আবারও আন্দোলনে এনটিআরসিএ-র ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করা সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা। রোববার (১২

আবারও শাহবাগে ১৮তম নিবন্ধনে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৭ সময় , আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৭ সময়

রাজধানীর শাহবাগে আবারও আন্দোলনে এনটিআরসিএ-র ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করা সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা। রোববার (১২ অক্টোবর) সকালে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।


এসময় বঞ্চিত প্রার্থীরা দাবি জানান, ৬০ হাজারের বেশি শূন্য পদ থাকার পরও তাদের নিয়োগের জন্য সুপারিশ করেনি এনটিআরসিএ। দাবি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে নিয়োগ দিতে হবে।


এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারিরা। সরকারের পক্ষ থেকে বৈষম্য নিরসনে বার বার আশ্বাস দিলেও সমস্যার সমাধান করা হয়নি বলেও অভিযোগ তাদের।


১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৫৭ হাজার ২১৩ জন। এর মধ্যে ৪১ হাজার জনকে সুপারিশ করা হলেও, বাকি ১৬ হাজার ২১৩ জন বাদ পড়েন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯