ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকার তালাবদ্ধ দোকানঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ১১টার

ঝিনাইদহে তালাবদ্ধ দোকানঘরে মিললো গৃহবধূর লাশ, স্বামী পলাতক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৪ সময়

ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকার তালাবদ্ধ দোকানঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের গোপীনাথপুর এলাকায় থেকে তাসলিমা খাতুন (৪০) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী লাল মিয়া।


পুলিশ ও স্বজনরা জানায়, গোপিনাথপুর গ্রামের কাঠমিস্ত্রী লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান ঘরে ফার্নিচার তৈরি করেন। সকালে লালমিয়া দোকানে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা দোকানে আসে। বিকেলে তার ছেলে বাড়িতে এসে বাবা মায়ের খোঁজ না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে আজ রাত সাড়ে আটটার দিকে দোকানঘরের ভেতর তাসলিমার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী লাল মিয়া। পারিবারিক কলহের জেরে এ হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ঘটনায় প্রাথমিক ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হতে পারে। স্বামী লাল মিয়াকে মুঠোফনেও পাওয়া যায়নি এবং ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯