গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসিরকে অব্যাহতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৭ সময় , আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৭ সময়

গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ছাড়াও পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে।


রোববার (১২ অক্টোবর) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাকক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ অব্যাহতি আদেশ রোববার থেকেই কার্যকর হবে।


এ ছাড়াও বিজ্ঞপ্তিতে মুনতাসির মাহমুদকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯