দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোছাঃ জান্নাতুন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় একজন নিহত, আহত ২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২৬ সময় , আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২৬ সময়

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোছাঃ জান্নাতুন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোঃ এরশাদ (১৬) ও তার মা মোছাঃ হালিমা (৪৫)।


নিহত জান্নাতুন দিনাজপুর সদর উপজেলার রামডুমি নিয়াজীপাড়ার শাহীনুর ইসলামের স্ত্রী। আহত হালিমা ও এরশাদ বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা।


হালিমা মদনপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী ও এরশাদ তাদের ছেলে।

গতকাল রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ-সেতাবগঞ্জ সড়কের বর্ষা আমতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মদনপুর থেকে মোটরসাইকেলে করে তিনজন বীরগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জান্নাতুন মারা যান।


আহত অবস্থায় এরশাদ ও হালিমাকে স্থানীয়রা উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকসহ চালককে আটক করে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল গফুর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আহতদের চিকিৎসার বিষয়েও নজর রাখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে ট্রাফিক তদারকি জোরদার করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯