আসন্ন নির্বাচন পেছাতে একটি পক্ষ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ভোট পেছাতে দাবিদাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে একটি পক্ষ: মির্জা ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময় , আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:২০ সময়

আসন্ন নির্বাচন পেছাতে একটি পক্ষ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়ি ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।


প্রতিহিংসা কিংবা প্রতিশোধ নয়; ভালোবাসা দিয়ে বিএনপি মানুষের মন জয় করতে চায় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভোটের বিষয়ে কোনো আপস হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জনগন। 


তিনি আরও বলেন, মানুষ বর্তমানে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।


আওয়ামী লীগের শত নির্যাতন-নিপীড়নের পরও বিএনপি দমে যায়নি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ক্ষমতায় থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। তবুও আমাদের লক্ষ্য ছিলো একটাই, ফ্যাসিস্টের পতন নিশ্চিত ও গণতন্ত্র পুনরুদ্ধার করা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯