পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক প্রতিহত ও আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (১৯ অক্টোবর) রাঙ্গামাটিতে

রাঙ্গামাটিতে ভূমি কমিশনের বৈঠক প্রতিহতের ঘোষণা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৪ সময় , আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৪ সময়

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক প্রতিহত ও আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (১৯ অক্টোবর) রাঙ্গামাটিতে দিনব্যাপী বিক্ষোভ, ঘেরাও ও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মো. তাজুল ইসলাম তাজ।


তিনি বলেন, বিতর্কিত ভূমি কমিশনের বৈঠক প্রতিহত করতে এবং আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরা রাঙ্গামাটি শহরে অবরোধ ও বিক্ষোভসহ সভাস্থল ঘেরাও এবং প্রয়োজনে হরতাল কর্মসূচী পালন করব।


পিসিসিপি’র দাবিগুলোর মধ্যে রয়েছে- ভূমি কমিশনে জাতিগোষ্ঠীভিত্তিক সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ভূমি জরিপ সম্পন্নের পর কার্যক্রম শুরু, ২০১৬ সালের সংশোধনী আইনের সাংঘর্ষিক ধারা বাতিল, কমিশনের ক্ষমতা ২০০১ সালের আইনে ফেরানোসহ অন্যান্য দাবি।


সংবাদ সম্মেলনে পিসিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মো. নূর হোসেন, পিসিএনপি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯