অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার অবশ্যই শেষ হবে, সরকার

নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই শেষ হবে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৭ সময় , আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৭ সময়

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার অবশ্যই শেষ হবে, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এর থেকে বেশি দ্রুততার সঙ্গে বিচারকার্য শেষ করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। 


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, দেশের আদালতগুলোতে যে মামলা জট রয়েছে, তা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।


এরই মধ্যে তার কিছু সুফলও পাওয়া গেছে। 

তিনি আরো বলেন, শহীদ আবরার ফাহাদের বিচার কাজ যাতে দ্রুত শেষ হয়, সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। আসামিপক্ষ আপিল বিভাগে গেছেন, আশা করা যায় শিগগিরই বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে।  কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অনেকেই বক্তব্য দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯