
অস্ট্রেলিয়া পার্থে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ জয় পেয়েছে। ডিএলএস নিয়মে নির্ধারিত ১৩১ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ২৯ বল হাতে রেখেই সহজে ছুঁয়ে ফেলে।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর শুরু থেকেই আধিপত্য দেখায় অস্ট্রেলিয়ান পেসাররা। জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের বাউন্স ও সুইংয়ে ভারতের শীর্ষ তিন ব্যাটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমান গিল দ্রুত সাজঘরে ফেরেন। প্রথম নয় ওভারের মধ্যেই ভারত ৩ উইকেটে চাপে পড়ে।
বৃষ্টির কারণে খেলা বারবার থেমে যাওয়ায় ভারতের ইনিংসের গতি আরও কমে যায়। হ্যাজলউড ৭ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন, যার মধ্যে ছিল শ্রেয়াস আইয়ারের গুরুত্বপূর্ণ উইকেট। শেষ দিকে অক্ষর প্যাটেল ও কেএল রাহুলের ৩০ রানের ইনিংস এবং নিতীশ কুমারের দুই ছক্কায় ভারত ২৬ ওভারে ১৩৬ রানে থামে।
ডিএলএস অনুযায়ী লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান। জবাবে অস্ট্রেলিয়া শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। ট্রাভিস হেড দ্রুত আউট হলেও অধিনায়ক মিচেল মার্শ দলকে স্থিতিশীল করেন। তিনি প্রথম দশ ওভারে তিনটি ছক্কা ও দুটি চার মারেন। জশ ফিলিপের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে ম্যাচ প্রায় নিশ্চিত করে ফেলেন তারা।
শেষ দিকে ম্যাট রেনশ হালকা নার্ভাস হলেও দু’টি বাউন্ডারি মারেন, আর মার্শ ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।
এই জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পেস সহায়ক উইকেটে তাদের ধারাবাহিকতা ও ডিএলএস নিয়মে অভিযোজন ক্ষমতা আবারও প্রমাণ করল দলটির সামর্থ্য।