
জুলাই সনদে সই করার পর জামায়াতে ইসলামসহ আটটি রাজনৈতিক দল এবার বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনে নামছে। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ দফার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির আওতায়, তারা সনদ বাস্তবায়ন এবং অন্যান্য সাতটি অভিন্ন দাবির পক্ষে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। তাদের দাবির মধ্যে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের নির্দেশনা জারি করা, সনদকে আইনি রূপ দেওয়া এবং জাতীয় নির্বাচনের পূর্বে এই প্রক্রিয়া সম্পন্ন করার দাবি রয়েছে।
গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা। আগামী ২৫ অক্টোবর সব বিভাগীয় শহর এবং ২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হবে বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, এবং অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, সেপ্টেম্বর মাস থেকে একাধিক দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছে জামায়াতসহ এই আটটি দল। এর আগে তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যার মধ্যে গোলটেবিল আলোচনা, সেমিনার, এবং মানববন্ধন অন্তর্ভুক্ত ছিল।
গোলাম পরওয়ার বলেন, "সনদে সই করার পরও কিছু কাজ বাকি, তাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট জরুরি। এরপরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।"