দেশের সকল আদালত, বিচারকের বাসস্থান এবং যাতায়াতের পথে অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএজএসএ)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিজেএসএ সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহীর ঘটনায় বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গ্রেফতার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব দেখানোর দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিবারের পূর্ব-পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢুকে। এর কিছুক্ষণ পরই বিচারকের ৯ম শ্রেণি পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লিমন। এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হন। এছাড়া লিমনও আহত হয়।