গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সিএনজি যাত্রী। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) ভোর ৫টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক বকুল মিয়ার (৩৫) বাড়ি নীলফামারী জেলার তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামে। ঘটনায় আহতরা হলেন, হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) এবং হাবিব (১৩)। তারা একই পরিবারের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার সময় অজ্ঞাতনামা গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বকুল মিয়ার মৃত্যু হয়। আহত হন একই পরিবারের আরও তিন সদস্য।
বকুল মিয়া স্বপরিবার নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগাযোগে কোনাবাড়ীর দিকে আসছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।