ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয়: ডিএসসিসি প্রশাসক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:২১ সময় , আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:২১ সময়

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান।

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিছন্নতা ও মশক নিধন অভিযানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এডিস লার্ভা প্রতিরোধে জরিমানা কোনো সমাধান নয়। এর জন্য প্রয়োজন জনসচেতনতা। এডিস লার্ভা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবেই আজ ৪০০ পরিছন্নতাকর্মী শনির আখড়া এলাকায় অভিযানে অংশ নিয়েছে।

এ সময় দক্ষিণ সিটি করপোরেশনের খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিস্কারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯