বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 'আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস' সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (১৫ নভমেবর) দুপুরে খতমে নব্যুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে 'আন্তর্জাতিক খতমে নব্যুয়ত মহাসম্মেলনে' যোগ দিয়ে এ কথা জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আল্লাহর রাসূলকে মানে না তারা মুসলিম হতে পারে না। এরসাথে বিএনপি একমত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদেয়ানীদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
একই অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, মহানবী (সা:) শেষ নবী; যারা এটা মানে না, তারা মুসলিম নয়; জামায়াতও ক্ষমতায় গেলে খতমে নবুয়ত পরিষদের দাবি-দাওয়া মেনে নেবে।
প্রসঙ্গত, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে 'আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন'। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা। এদিন সকাল ৯টায় এ সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন।
মহাসম্মেলনে বক্তরা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বানও জানান তারা।